Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
রণসিংহপুর রাবার ড্যাম
Location

রণসিংহপুর, কলসিন্দুর, ধোবাউড়া।

Transportation

ধোবাউড়া সদর হতে রিক্সা/টেম্পুতে/মটরসাইকেলযোগে কলসিন্দুর বাজার হয়ে পূর্ব দিকে রণসিংহপুর বাজারের নিকট রণসিংহপুর রাবার ড্যামে যাওয়া যায়। ধোবাউড়া সদর হতে দূরুত্ব প্রায় ১০ কি.মি।

Contact

0

Details

রাবার ড্যামটির মাধ্যমে রাবার ফুলিয়ে নেতাই নদী হতে পানি উত্তোলন করে ধোবাউড়া উপজেলা এবং দূর্গাপুর উপজেলার প্রায় ৫০০ একর কৃষি জমিতে বোরো ফসলের জন্য সেচের পানি সংগ্রহ করা হয়। রাবার ড্যামের পাশেই নেতাই নদীর উপর একটি পাকা সেতু রয়েছে যা রাবার ড্যামের সৌন্দর্য আরও বৃদ্ধি করার পাশাপাশি নদীর দুপারের মানুষের যোগাযোগের জন্য যুগান্তকারী পদক্ষেপ হিসেবে কাজ করছে।